সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

রোদের ডানায় পাখি




রোদের ডানায় পাখি
- যাযাবর জীবন


পাখির ডানায় রোদ
রোদের ডানায় পাখি
আমার ডানায় তুই
তোর মনে আমি
তোকে নিয়ে মন-উড়াল
অনেক দূরে তুই

তোর কান্না সাগর
আমার নীলাকাশ
তুই কান্নায় ভাসিস
আমার উড়ে চলা
চোখে স্বপ্ন মনে তুই
ভালোবাসার কথা বলা

একদিন ভালোবাসতে বাসতেই অনেক দূরে উড়ে যাব আমি
ফিরে না আসলে কান্নায় ডুববি তুই
তারপর আকাশ আর সাগর মিশে যাবে নীলে
ঐ বহু বহু দূরে

নীল তো ভালোবাসারই রঙ
তাই না রে?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন