একটি দুটি তুই আমি
- যাযাবর জীবন
একটি দুটি তুই আমি
একটি দুটি আকাশ পাখি
একটুখানি মনের খাঁচায়
ভালোবাসার অচিন পাখি
একটি দুটি কথায় কথায়
অনেকখানি অভিমান
অভিমানে বিচ্ছেদ
ভালোবাসার অপমান
একটি দুটি তুই আমি
অনেক ভালো বেসেছিলাম
বিচ্ছেদে দুজন দুদিক
সেদিন উড়ে গিয়েছিলাম
একটি দুটি পাখির ডানায়
কত পথ উড়ে চলা
পেছন পেছন ভালোবাসা
ডানায় করে উড়ে চলা
একটি দুটি তুই আমি
যতই করি অভিমান
ভালোবাসা বুকের ভেতর
দুজনারই একই সমান
একটি দুটি তুই আমি
চল এবার এক হই
অভিমান উড়িয়ে দিয়ে
ভালোবাসার কথা কই......

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন