সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

নিয়ে যায় জীবন



নিয়ে যায় জীবন
- যাযাবর জীবন


ওখানে যেতে চাই নি আমি
নিয়ে গিয়েছে মন
এখানে আসতে চাই নি আমি
নিয়ে এসেছে জীবন;

ওখানে উঁচু উঁচু সবুজ পাহাড়
গাছে গাছে লাল শিমুলের বাহার
এখানে পাকা ধানের ক্ষেত, মাটির সোঁদা গন্ধ চারিধার;
ওখানে পাথর ভাঙে ঝর্ণা
এখানে নদী ভাঙে পাড়
ভাঙনের সম্পর্কে আমি কার, কে আমার?

আমি কোথাও যেতে চাই না, নিয়ে যায় মন
আমি কোথাও থামতে চাই না, থেমে যায় জীবন;
একদিন আমিও থেমে যাব মাটির দেশে
আর মাটিতে বিলীন হব মাটিতে মিশে
প্রাণ ভরে সেদিন মাটির সোঁদা গন্ধ নিস
আমায় ভালবেসে কিংবা না বেসে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন