সবুজের নানা রঙ
- যাযাবর জীবন
সবুজের কত কত রঙ
সবুজের সমারোহ
আধো আঁধার অপরূপা
রাত্রি বড্ড কালো;
আমি অন্ধকার দেখেছি
দেখেছি অন্ধকারে আলো
বহু বহুদূরের অধরা এক রমণী
তাকে বড্ড বাসি ভালো;
ঐ দূরে অন্ধকার
ঐ দূরে আলো
এই যে কাছের আমি
রাতের মত কালো;
বহু বহু দূরে তুই
অনেক অনেক আলো
যেদিন আমি থাকব না
সেদিন বাসিস ভালো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন