শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

ভালোবাসার নাম



ভালোবাসার নাম
- যাযাবর জীবন


আমার একটা ভালোবাসা ছিলো,
কিশোরী;
বড্ড চঞ্চল
সারা আকাশ জুড়ে ছোটাছুটি করত
মনের সাথে রঙের পরিবর্তন হতো
মন ভালো থাকলে সাদা
মন ভারী হলে ধুসর
কখনো খুব কান্না পেলে কালো
ওর জন্য আমার বড্ড মন কেমন করতো,
ভালোবাসাটার নাম মেঘ;

আমার একটা ভালোবাসা ছিলো,
যুবতী;
যখন তখন বড্ড ঝরে পড়তো
কখনো ঝিরিঝিরি
কখনো ঝুমঝুম
আর আমার ভিজিয়ে দিত যখন তখন
ওর জন্য আমার মন উতলা থাকতো সারাক্ষণ,
ভালোবাসাটার নাম বৃষ্টি;

আমার একটা ভালোবাসা ছিলো,
নারী;
উচ্ছল, চপলা
সারাক্ষণ বয়ে যেতো
হাবুডুবু সাঁতারে আমি তার মাঝে ভাসতাম
তার মাঝেই ডুবতাম
আদতে ভালোবাসায় বড্ড আনাড়ি
তবুও সেই ছিলো আমার মন,
ভালোবাসাটার নাম নদী;

একদিন খুব হঠাৎ করে মনটা মরে যাবার পর
সবগুলো ভালোবাসাই মরে গেছে;
এখন আমি বিছানায় শুয়ে মেঘ দেখি
কাঁচের শার্শি ভেদ করে সে আমায় দেখতে পারে না;
আমি জানালার কাঁচে বৃষ্টি দেখি
সে আমায় ভেজাতে আসে না;
ঘরে শুয়ে কোথায় আর নদী দেখা যায়?
ভাসব আর ডুববো কোথায়?

মাঝে মাঝে এক একবার ইচ্ছে করে
বৃষ্টিভ্রমণ করি, মেঘের ডানায় চেপে;
তারপর আবার মৃতমনে ঘুমিয়ে পড়ি
মরুভূমি হয়ে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন