শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

জেগে থাকা রাত




জেগে থাকা রাত
- যাযাবর জীবন


এই যে সারারাত জেগে থাকিস,
রাতকে জাগিয়ে রাখিস;
আমার বুঝি হিংসে হয় না?
আমার থেকে বেশী আপন হলো রাত?
তবে একদিন আমিও রাত হব
ঘুম না ভাঙলে কাঁদিস না কিন্তু সেদিন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন