ভিজতে হয় দুটোতেই
- যাযাবর জীবন
ভালোবাসা কি?
কাছে আসার ইচ্ছা;
আর বিরহ?
কাছে আসতে না পারা;
এত সোজা?
হুম,
ভালোবাসতে হলে ঠোঁট থেকে নেমে বুকে বসত গাড়তে হয়
যেখানে হৃদয় থাকে,
তোমরা নাভি থেকে শুরু করে নেমে যাও নদীতে
বিরহ ডাক দিয়ে;
ভিজতে হয় কিন্তু দুটোতেই,
ক্ষরণে
আর লবণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন