শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

দূর থেকে ভালো, দূরত্বেই ভালো



দূর থেকে ভালো, দূরত্বেই ভালো
- যাযাবর জীবন

দূরে আছি
দূরেই ভালো,
দূর থেকে অভিমান
দূর থেকে ঝগড়া
কাঁদা হাসা
আর দূর থেকে ভালোবাসা,
দূরত্বে থেকেই বড্ড ভালো;

কাছে আসলেই তো মুখোশ
কাছে আসলেই লুকোনোর অনুভব,
কত কিছুই না আমরা লুকাতে চাই প্রিয়জনের কাছ থেকে!
দুঃখ, কষ্টগুলো লুকিয়ে রাখি আয়নার আড়ালে
আর কান্নাগুলো রাতের আঁধারে,
এই যে হাসি মুখটা দেখিস! মুখোশ চিনিস না?
তুই বড্ড বোকা,
তোর কাছ থেকে মন লুকোতে লুকোতে
নিজের ভেতর পুরোটাই লুকিয়ে ফেলেছি নিজেকে;

ভালোবাসার খুব কাছাকাছি আসতে নেই
কিংবা ভালোবাসার মানুষের,
কাছে আসলেই অভিযোগ
কাছে আসলেই অভিমান
কাছে আসলেই ক্ষরণ
আর ভালোবাসার অপমান,
কিছুটা দূরত্ব না থাকলে ভালোবাসা ফিকে হয়ে যায় রে!
যেমন হয়েছিলো তোর;
জানিস!
সেদিন খুব বেশী কাছে এসে পড়েছিলাম বলেই
আজ আমাদের মাঝে দূরত্বের দিন রাত
দূর থেকে ক্ষরণ, আর ভালোবাসার উত্তাপ;

কোন একদিন না হয় দূরত্বে থেকেই আবার কাছে আসবো,
মুখোশ খুলে
আয়না ফেলে;
সেদিন চিনতে পারবি আমায়?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন