কেমন আছি আমি?
- যাযাবর জীবন
কেমন আছি?
কাওকে বলতে পারি না
বললেও কেও বোঝে না,
মানুষ তার নিজেরটা বোঝে
নিজের মত করে বোঝে
অথচ কেও কারোটা বোঝে না;
এই যে বুকের ভেতর মন খারাপের ছলাৎ ছল
অথচ মানুষ বাইরেটা দেখেই বলে, বাহ কি দারুণ!
তাই না রে? বল;
ভান ধরে থাকায় আমাদের জুড়ি মেলা ভার
মনে মনখারাপের পাহাড় নিয়ে আমরা ভালো থাকার ভান ধরে থাকি
মানুষের সাথে হাসি, খেলি
মানুষের তালে নাচি;
বড্ড অদ্ভুত মনে হচ্ছে, তাই না?
আসলে কি অদ্ভুত?
আয়নার দিকে তাকিয়ে উত্তর দেও তো দেখি!
আমি ভালো নেই,
কথাটা কাওকে বিশ্বাস করাতে পারি না
মনের সাগর যে চোখে ভাসে না!
অথচ রক্তে লবণ বয়ে যায় প্রতিক্ষণ
আর আমরা ভালো থাকার ভান করে কাটিয়ে দেই
এক আশ্চর্য দ্বৈত জীবন!
বুকের মাঝে কান পেতে নেই কেও
কেও পড়ে না চোখের ভাষা
অথচ বাহ্যিক পোশাকি জীবন দেখে মেপে নেয়
ভালো থাকা আর খারাপ থাকা
তাই না?
সোনালী চিল রুপালি আকাশে ওড়ে
মন খারাপ, মন আকাশে
আর আমরা হাসিমুখে পৃথিবীর বুকে
তোমরা আমার ভালো থাকা দেখ
দূর থেকে, চেহারা মেপে;
আমি ভালো আছি
খুব ভালো আছি
তোমাদের চোখে,
মন খারাপ তুমি কই?
মনের ভেতর
খুব গভীরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন