শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

অভিনয়ে জীবন



অভিনয়ে জীবন
- যাযাবর জীবন


আমরা সবাই ক্রমাগত অভিনয় করে যাই
নিজের সাথে,
দ্বৈত মানুষ হয়ে;
একদিকে পোশাকি সামাজিক জীবন
আরেকদিকে সত্যিকারে ভেতরের মানুষটার ক্ষরণ
কয়জন মানুষ আছে, মন যা চায় সেভাবেই দিন কাটায়?
আমি তো নইই,
কতবার হেরে গিয়েছি জীবনের কাছে, পরিবেশের কাছে, পরিস্থিতির কাছে!
আচ্ছা! যেভাবে নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছ আদতে তুমি কি তাই?

কখনো ভালোবাসার মানুষ ছেড়ে গেলে এত দুঃখিত হই কেন আমরা?
ভালোবাসা কি ছেড়ে গিয়েছে?
উঁহু! ভালো করে তাকাতে হয় নিজের ভেতরে
দুঃখিত হতে হয় তখনই যখন ভালোবাসাটাই আমায় ছেড়ে চলে যায়
ভালোবাসার মানুষ!
সে তো সময় সময় অভিমানে দূরে সরে যেতেই পারে,
তবে দুটি মন থেকেই যদি ভালোবাসা ছেড়ে চলে যায় তবে আর দুজন এক হয়ে থেকেই বা লাভ কি?
শুধু পুরাতন অসহনীয় কিছু ভালোবাসার স্মৃতি;

ভালোবাসার মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একদম ভেতরে
অথচ ভালোবাসাটা জড়িয়ে রাখতে হয় মনের ভেতর খুব যতনে, ওমে ভরে;
ভালোবাসার মানুষের খুব কাছে এলে মনে হয় যাকে ভালোবেসেছিলাম আসলে এ সে নয়
ধীরে ধীরে দুটি মানুষের তুলনা নিজের দ্বৈত মনের সাথে
ফলশ্রুতিতে কারো কারো কাছে ভালোবাসাটা আস্তে আস্তে ফিকে হতে থাকে,
বেশীরভাগ মানুষ নিজেকে মানিয়ে নেয় পরিস্থিতির সাথে
মানুষটা যেমনই তেমন করে গ্রহণ করে
আর কেও কেও ভালোবাসার মানুষের কাছে থেকেও দূরে সরে যায় ভালোবাসার কাছ থেকে
দ্বৈত ভাবনায় জীবন তো চলে যায়, আদতে সুখ কোথায়?
অভিনয়ে জীবন কাটায়;

মানুষের চেয়ে বড় অভিনেতা আর কে আছে?
নিজের কষ্ট বুকে চাপা দিয়ে মানুষেরই কাছে দাঁত বের করে থাকে;
আমরা এক একজন মুখোশ মানুষ, সকলে
মুখোশের আড়ালে কান্না লুকাই, খুব সযতনে।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন