সোনার চামচের অলীক স্বপ্ন
- যাযাবর জীবন
যারা সোনার চামচ মুখে করে জন্মেছে জীবনটা হয়তো তাদের কাছে খুব সুখের
আমি গতর খেটে উপার্জন করি
হাত দিয়ে ভাত খাই
স্বপ্ন বলতে পেটে দুবেলা দুমুঠো ভাত
আমার স্বপ্নে সোনার চামচ আসবে কোত্থেকে?
কেও কেও স্বপ্নে সাজায় স্বপ্নের বাসর
কারো কারো জীবন স্বপ্নগুলো খুব ভয়ংকর;
তোমারা ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টায় রত
আমার কঠোর পরিশ্রম পেটের টানে যত
তোমাদের কাছে ঘুম সুখের স্বপ্ন দেখবে বলে
আমার স্বপ্নহীন একঘুমে রাত পার, সকালে উঠতে হবে বলে;
মাঝে মাঝে আমি হতবাক হয়ে
তোমাদের অপব্যয় দেখি
অপচয় দেখি
আমার কাছে যেন বড্ড স্বপ্ন স্বপ্ন মনে হয়
টাকায় কি না হয়?
আচ্ছা টাকায় তোমরা কি সুখ কিনতে পার?
স্বস্তি?
শান্তি?
ঘুম?
আমি কিন্তু বিছানায় পড়া মাত্র ঘুম,
স্বপ্নহীন নির্ভেজাল ঘুম;
আচ্ছা!
আদতে স্বপ্ন কি?
ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যা দেখি?
কেও কেও তো জেগেও স্বপ্ন দেখে
- টাকার
- খ্যাতির
- যশের
- উজ্জ্বল ভবিষ্যতের
আবার কেও কেও স্বপ্ন দেখে দু মুঠো খাবারের,
কারো কারো চোখে কোন স্বপ্ন খেলে না
কাওকে কাওকে আবার স্বপ্ন ঘুমাতে দেয় না
কেও কেও ঘুম কিনতে চায় টাকার বিনিময়ে
কেও কেও আবার টাকার স্বপ্ন দেখে ঘুমের বিনিময়ে;
একদিন আমারও খুব স্বপ্ন দেখতে ইচ্ছে করে
সোনার চামচ মুখে দিয়ে;
অলীক স্বপ্ন আর কি!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন