মানুষ মাত্রই একা
- যাযাবর জীবন
জীবনটা টাকার
সম্পর্ক স্বার্থের;
এখানে অর্থ কথা কয়
এখানে স্বার্থ কথা কয়
সম্পর্ক?
কেও কারো নয়;
এখানে টাকার পরিমাপে স্বার্থের নিক্তি দোলে
মূল্যবোধ আর সম্পর্কগুলো চাপা পড়ে রয় টাকার বান্ডিলের তলে
সম্পর্কের কেনাবেচা?
অর্থের পরিমাপে;
কি বিশ্বাস হলো না?
আরে সম্পর্কের মোড়ক খুলেই দেখ না একবার
হোক না নিজের পরিবার
না হয় হলোই বাবা মা ভাই বোন
আর রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন
পরখ করতে দোষ কি?
স্বার্থের সাঁকোটা একটু নাড়িয়ে দেখলেই না বুঝতে পারবে, কে আপন;
বন্ধু বান্ধব?
ধ্যাত! সে তো অনেক দূরে;
কি বলছ? প্রেমিক প্রেমিকা?
আরে ও তো সীমানার ওপারে;
তোমরা সম্পর্ক বলতে মানুষ বোঝাও
আমি সম্পর্কের সম্পর্ক দেখেছি স্বার্থে
দেখেছি টাকায়;
তারপর থেকে নিজেকে করে নিয়েছি একা;
সম্পর্ক?
কিছু কিছু আছে
তবে যতক্ষণ ট্যাঁকে আছে টাকা;
তারপর?
আরে মানুষ মাত্রই একা,
মানুষ মাত্রই একা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন