শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

মানুষের অবয়বে অমানুষ




মানুষের অবয়বে অমানুষ
- যাযাবর জীবন


শরীরটাই সকল সমস্যার মূল;

শরীরে ক্ষুধা আসে
মানুষ খাদ্য খোঁজে
শরীরে কাম আসে
মানুষ শরীর খোঁজে

ক্ষুধা সবচেয়ে বড় শত্রু
পেটের কিংবা শরীরের,
তারপর একে একে রিপুগুলো ভর করে শরীরে
মানুষ রিপুর দাসত্ব করে,
অমানুষের সৃষ্টি হয় মানুষই মাঝে,
তোমরা অমানুষ দেখেছ?
আমাকে দেখ;

পেটের ক্ষুধা মিটে গেলেই রিপুগুলো প্রায়শই আমাকে অমানুষ বনিয়ে ফেলে
আমি চিনতে পারি না নিজেকে নিজে;

কাম থেকে শুরু,
ক্রোধ ভর করে যে কোন অপ্রাপ্তিতে
লোভ লালসা তো মানুষেরই রন্ধ্রে রন্ধ্রে
মোহের হাতছানি উপেক্ষা করতে পেরেছে কে কবে?
মদ তো অনেক পুরাতন হয়ে গেছে, আজকাল হাতছানি নতুন নতুন নেশা
মাৎসর্য কিংবা পরশ্রীকাতরতা আমাদের রক্তে থাকে মিশে;

আমি জানি রিপুগুলো তোমাদের মাঝে নেই,
আছে কি?
আয়না কি কিছু বলে?
বলে না?
তবে আমায় দেখ,
মানুষের অবয়বে রিপুতে ডুবে থাকা অমানুষ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন