শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

সমান্তরাল জীবন



সমান্তরাল জীবন
- যাযাবর জীবন


ভার্চুয়াল জীবনটা খুব অদ্ভুত
বাস্তব জীবনের পাশাপাশি যেন আরেকটি সমান্তরাল জীবন
এখানে সব চলে
সব বলতে আমি সবই বুঝাতে চেয়েছি;

এখানে নতুন নতুন মানুষের সাথে নিত্য পরিচয়
পরিচয় থেকে বন্ধুত্ব
বন্ধুত্ব থেকে প্রেম
প্রেম থেকেই কিন্তু আবার বাস্তব জীবনে পদার্পণ,
কখনো পরিণয়
পরিণয়ে সুখী জীবন
ভার্চুয়াল নয় কিন্তু, বাস্তব জীবন;
কখনো বা মান অভিমান, বিচ্ছেদ
ঘৃণা
সংসারে ভাঙন
সেটাও কিন্তু বাস্তব জীবন;

শুরুটা কিন্তু হয়েছিল ভার্চুয়ালে
সমাপ্তি বাস্তবে;

এ তো গেলো ভালো দিক,
খারাপ দিকের কি কোন সীমা আছে?
ভার্চুয়ালে পরিচয়
বন্ধুত্ব
প্রণয়
ভার্চুয়ালেই শরীর বিনিময়
আজকাল মোবাইল ক্যামেরাতেই নাকি সেক্স হয়
আচ্ছা! ভার্চুয়ালে কি বংশ বৃদ্ধি সম্ভব?
কে জানে? বিজ্ঞান কোনদিন নতুন কি খেলা দেখাবে?
হ্যাঁ! যা বলছিলাম,
ভার্চুয়ালের শরীর বিনিময়ের ফলশ্রুতিতে ব্ল্যাকমেইল
টাকার লেনদেন
লেনদেন বাস্তব শরীরের,
তারপর?
জীবন বিষময়
ভার্চুয়াল জুড়ে পর্ণগ্রাফি কথা কয়;

আমরা জানি,
সবাই জানি
ভার্চুয়ালের সকল ঋণাত্মক কাহিনী,
তবুও প্রতিদিন নতুনভাবে নতুন করে ফাঁদে পড়ি
ভার্চুয়াল ঋণাত্মক কাহিনীর ফাঁদে।

এভাবেই বেশ চলে যাচ্ছে দিনের পর দিন
হাসি কান্না
রাগ ঘৃণা
মান অভিমান
ভালোবাসা আর ছলনার প্রতিদিন;
ভার্চুয়ালে আর বাস্তব জীবনে
একসাথে মিলেমিশে, সমান্তরালে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন