পরকীয়ার বাঁকে
- যাযাবর জীবন
বৌ আছে ঘরে একটা
তবুও ছোকছোকানি
এর তার ঘরে উঁকি
সুন্দরী দেখলে তো কথাই নাই!
ষোড়শী? জিহ্বা ১ হাত বাইরে
আমার কোমরে জোড় আছে কি না সে কি আর দেখি?
ঘরে ঘরে বেশীরভাগ পুরুষের মনের কথা
বৌ বাদে যে কোন সুন্দরীই হোক না কেন!
মন ডাকে আরি আরি আরি!
ইদানীংকালের আরেক ভাইরাস নাম পর নারী;
পরকীয়ায় আক্রান্ত আজ আমরা সবাই
কম আর বেশী;
জামাই আছে ঘরে একটা
তবুও পুরুষ যদি একটা দেখি!
চড়ে সুন্দর দামী গাড়ি,
সাথে কর্পোরেট একটা চাকরি
আর অঢেল টাকার ঝনঝনানি
সুপুরুষ হলে তো কথাই নাই!
আয়নায় কি আর নিজেকে দেখি?
নাকি কান পেতে ঘর ভাঙার শব্দ শুনি?
দুধভাত জামাই তো পোষা আছেই
মনের মাঝে না হয় একটু অন্য রকম আউস!
ভাইরাসের নাম পর পুরুষ;
পরকীয়ায় আক্রান্ত আজ আমরা সবাই
কম আর বেশী;
আচ্ছা! পরকীয়া কি?
চোখাচোখি থেকে মুখোমুখি
তারপর চায়ের টেবিল থেকে বিছানা
আধা ঘণ্টা ডলাডলি
পাঁচ সেকেন্ডের স্খলন
একটু কি হয় মনে দহন?
কি জানি!
শরীর জুড়িয়ে গেলে সেই তো যার যার বাসা!
ঘরে ফেরার ঠিকানা;
আচ্ছা! পরকীয়া কি কাম?
স্ত্রী দিয়ে হয় না?
স্বামী দিয়ে?
আরে ওটা তোমরা বুঝবে না,
এক একজনের কাছে নতুন নতুন শরীরের কি দাম?
কিবা নারী কিবা পুরুষ!
পরকীয়ায় সব সুখ;
আচ্ছা! এরা ঘর ভাঙার শব্দ শোনে না কেও?
সংসার ভাঙার?
ঐ যে সংসারে ছোট বড় ছেলেমেয়ে?
কিছু কি যায় আসে?
মনে হয় না,
নতুবা কেন চারিদিকে এত এত পরকীয়ার নামে সংসার ভাঙা?
আর স্বামীস্ত্রীর পরস্পর লুকোচুরি ছলনা;
ইদানীং নিশিকন্যার তো অভাব নেই
কাম যখন মাথাচাড়া দেয় একটা তুলে নিলেই হয়!
টাকার বিনিময়ে সুখ, এত সস্তা আর কি হয়!
তবে কেন পরকীয়া?
কেন সংসার ভাঙা?
ইদানীং রাত-পুরুষও নাকি খুব মেলে
টাকা দিলে
স্বামীতে যদি মন না ভরে
তবে এদের তুলে নিলেই হয়!
সংসার তো টিকে রয়!
আজ কোথায় যাচ্ছি আমরা?
কোথায় যাচ্ছে সংসার?
বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি?
কখনো ভাবনায় এসেছে কি?
হয়তো ভাবনায় আসে
উত্তর খুঁজি পরনারীর বুকে
উত্তর খুঁজি পরপুরুষের মুখে
শারীরিক সুখের ফাঁকে ফাঁকে;
আর আলগা হয় সংসারের বাঁধন
পরকীয়ার বাঁকে।
১৮ এপ্রিল, ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন