সময় কি বলে?
- যাযাবর জীবন
- যাযাবর জীবন
টেবিলটা দাড়িয়ে দেয়ালে হেলান দিয়ে
চেয়ারটা বসে আছে একা
টেবিলের ওপরে ছড়ানো ছিটানো কিছু কাগজ পত্র
সময় নামে অর্ধ পঠিত একটি খোলা বই
নিব ভাঙা একটা পেন্সিল,
ল্যাপটপটা খোলাই রয়ে গেছে
স্ক্রিনে অর্ধ লেখা একটি কবিতা
কীবোর্ড অপেক্ষায়, কেও আঙুল চালাবে
কবিতাটা শেষ হবে?
রাতভর জানালাটা খোলাই রয়ে গেছে
হু হু বাতাস আসছে
টেবিলল্যম্পটা নেভানো হয় নি এখনো
এলোমেলো ঘরে এলোমেলো বাতাস বয়ে যায়
চলমান সময়ে শুধু থমকে আছে একটা একলা ঘর
কারো অপেক্ষায়?
সব আছে আগের ময়ই
সবাই আছে যার যার মত
শুধু আমি নেই
আমিই নেই......
মৃত্যু কি বিচিত্র, তাই না?
সব রয়ে যায়
শুধু মানুষটা চলে যায়....
শূন্যতা সৃষ্টি হয় কি কোথাও?
আচ্ছা! সময়কে শূন্য ধরা যায়?
তাহলে তো সব মিটে যায়;
সময় কি বলে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন