সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

করুণার হাসি




করুণার হাসি
- যাযাবর জীবন


ভালোবাসা ধরা কি খুব সোজা?
মন ধরা?
অথচ খুব ইচ্ছে করে মনের মানুষ'কে ধরতে
একটু ছুঁয়ে দিতে
একটু আদর করতে
একটু ভালোবাসতে;

অথচ আমি কাওকেই ধরতে পারি নি
ছুঁয়ে দিতে পারি নি কারো মন,
যেখানে অধরাকে ধরা যায় না সেখানে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে কোত্থেকে?
তবুও কিছু সম্পর্ক নামের রক্তমাংস হীন অনুভব থাকে
থাকে সম্পর্ক নামের এক ভয়াবহ অশরীরী কিছু সম্পর্ক,
একসময় যাদের ছেড়ে যেতে হয়
অথচ তারা আমাকে ধরে রাখে
পেছন থেকে;

আমি কাওকেই কখনো ধরতে পারি নি
আমি কাওকে কখনো ছেড়েও দেই নি
তবুও কোথা থেকে জানি এক লিলুয়া বাতাস আসে
কোথা থেকে জানি দিনের আকাশে এক ফালি নীল ভাসে
রাতের আকাশে ভাসে এক টুকরো জ্যোৎস্না
আর ভালোবাসা উড়ে যায় ভালোবাসার সাথে,
অথচ তখনো,
আমি তখনো ধরে থাকি
কিছু ক্ষয়ে যাওয়া সম্পর্ক;

আর সম্পর্ক!
আমার দিকে চেয়ে করুণায় হাসে।

১০ এপ্রিল, ২০২০




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন