মানুষ হতে চাই
- যাযাবর জীবন
অনেকদিন ধরে একটা মানুষ খুঁজছি;
সত্যিকারের মানুষ,
শুধু রক্ত মাংস হাড় চামড়ায় মোড়ানো মানুষে আকৃতি নয়
যার বুকের ভেতর হৃদয় আছে
হৃদয়ে ভালোবাসা আছে
আছে মনুষ্যত্ব
আমি মনুষ্যত্বে পরিপূর্ণ রক্তমাংসের একজন মানুষ খুঁজছি;
আজকাল আর সে রকম মানুষ কই?
মানুষের বসতিতে, শহরের জংগলে
ইট কাঠের সাথে বসবাস করতে করতে
আজকাল মানুষ রূপের মানুষগুলো যেন ইট কাঠ হয়ে গেছে
স্নেহ, প্রেম প্রীতি, মায়া, মমতা, ভালোবাসায় কোথায় যেন ঘাটতি পরে গেছে!
সবকিছু অনুভব ছাপিয়ে অর্থানুভব
সব অনুভূতি ছাপিয়ে স্বার্থানুভূতি
সব সম্পর্ক ছাপিয়ে স্বার্থ সম্পর্ক
আজ ইট কাঠের জংগলেই যেন মানুষের মঙ্গল;
স্বার্থের কাছে কোথায় বাবা মা?
- না হলে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে কেন?
কোথায় আজ ভাই বোন
- সম্পত্তির টুকরো নিয়ে মারামারি হানাহানি কাটাকাটি
মুখ দেখা তো দূরের কথা, কথাই বন্ধ আজ এদের মাঝে!
কিছু কিছু ক্ষেত্রে যখন দেখি বাবার অতি আদরের সন্তান
মায়ের নাড়ি ছেড়া ধনের ঠাই নেই বাবা-মায়ের সংসারে
তুচ্ছ কিছু স্বার্থের চাপে পড়ে;
তবে আর আত্মীয় স্বজন দিয়ে কি হবে?
তারাও তো ওঁৎ পেতে থাকে পেছনে ছুঁড়ি মারবে বলে
একটা মাত্র সুযোগ পেলে;
আজকাল মানুষের বসতিতে যেদিক তাকাই
কোথায় মনুষ্যত্ব? কোথায় মানুষ?
বেশীরভাগ দেখি মানুষ নামের অমানুষ,
আমি আশাহত নই
আমি নিরাশাবাদী নই
ইট কাঠের দেয়াল খুঁড়ি
পাহাড়ে জংগলে ঘুরি
মানুষ খুঁজি
হোক না বাইরে থেকে সাদা কালো বাদামী রঙের
ভেতরে হৃদয় আছে
হৃদয়ে রক্ত বয়
রক্তে মনুষ্যত্ব রয়
এমন কিছু মানুষ;
আমি তাদের সংস্পর্শে যেতে চাই
তাদের জড়িয়ে ধরতে চাই
তাদের কাছে শিক্ষা নিয়ে আমিও একজন প্রকৃত মানুষ হতে চাই।
১৬ এপ্রিল, ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন