আয়নায় কে?
- যাযাবর জীবন
একটা সময় ছিলো,
যৌবন ছিলো
ছিলো যৌবনের সৌন্দর্য,
প্রায়শই আয়নার প্রয়োজন হতো
সৌন্দর্য যেমন দেখাতে হয় তেমনি দেখতেও হয়
আয়না কথা কয়;
একটা সময় এলো,
রিপুগুলো আষ্টেপৃষ্ঠে জড়ালো
আর কুৎসিত রিপুর কদর্য,
আয়নার প্রয়োজন তখন উঠেই গিয়েছিলো
কদর্য কি দেখতে হয়?
না দেখাতে হয়?
আয়না কথা কয়;
একটা সময় আমায় লোভ চেপে ধরে
চেপে বসে লালসা
কিসের সম্পর্ক? কোথায় আত্মীয়তা?
মনের ভেতর পুরোটা জুড়েই স্বার্থের বাসা,
আমি যখনই পশু দেখতে চাই
আয়নার সামনে দাঁড়াই
আমার থেকে বড় অমানুষ আর কোথাও হয়?
আয়না কথা কয়;
আজ চারিদিকে এই যে লোভের সাম্রাজ্য
চুরি, ছিনতাই আর লুটতরাজ
অপহরণ, ধর্ষণ গুম আর খুন
এতো সব আমারই স্বরাজ
কি বিশ্বাস হলো না তো?
আয়নায় চেয়ে দেখ!
কি? চির পরিচিত চেহারাটা চেনা যাচ্ছে না?
হ্যাঁ, যাচ্ছে তো!
মানুষ মানুষ আকৃতি কিন্তু দানবের চেহারা
আরে, আমিই তো!
আমারই চেহারা, চির চেনা
তবে এত কেন অচেনা?
অন্যকে খুব সহজেই চোর উপাধি দেই
ডাকাত, ছিনতাইকারী
দেখ, দেখ! ঐ যে করছে রাহাজানি;
অথচ আয়নায় চোখ পড়লেই চমকে উঠি
আরে একি একি?
আয়নার ভেতর কে?
চোরের চেহারা দেখা যায় যে!
অন্যকে খুব সহজেই ধর্ষক ডাকি
ঐ যে লম্পট যায় হেলে দুলে
মেয়েগুলো দৌড়ায় দুদ্দাড় পড়ে ছিলে
আচ্ছা! ঐ বর্বরটার চোখটা দেখেছ কি?
পাথরের মত নির্বিকার
বরফের চেয়ে ঠাণ্ডা
প্রতারক? খুনি? না ধর্ষক?
আচ্ছা! আয়নায় চেহারাটা একবার দেখি!
ওমা! লম্পট তো এরই উপাধি
ধর্ষক কাকে ডাকি?
ভালোমানুষের তোকমা ঝুলিয়ে ঐ যে আয়নায় লাম্পট্যের উঁকি;
আমি আজকাল মোটেই আয়না দেখি না;
কি হবে দেখে?
সেই তো একই চেহারা
চোর বাটপার আর লম্পটই ওখানে দেখা যায়, খুব মুখচেনা;
হ্যাঁ, ওখানে আমারই মুখ, ওটা আমিই
ভালোমানুষির ছদ্মবেশে চেনা চেনা, অচেনা!
২৫ এপ্রিল, ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন