মৃত ভালোবাসা
- যাযাবর জীবন
তোকে আমি ভালোবেসেছিলাম, ভালোবাসার মত করে
অথচ তুই ভালোবাসার সম্পর্কটাকে সময় কাটানোর খেলা মনে করেছিলি
খুব হেলাখেলা করে,
সম্পর্ক কি আর একপেশে হয় রে?
তিলে তিলে গড়ে ওঠা সম্পর্ক কি সহজেই না ভেঙে যায়!
চুরচুর কাঁচ হয়ে,
ঐ যে খানখান কাঁচ পড়ে আছে, একবার জোড়া লাগিয়ে দেখা তো!
গুরুজনে ঠিকই বলে
সম্পর্ক হয় সমানে সমানে
যে ভালোবাসে আর যে ছেলেখেলা করে তাঁদের সম্পর্ক সমান হয় কি করে?
আজকাল খুব মনে হয় হয়তো ভুলই করেছিলাম নিজেকে তোর সামনে খুলে দিয়ে
মনের অলিগলিগুলো ভরা দেখেছিলি টইটুম্বুর ভালোবাসার চোরাবালিতে
দেখেছিলি আমায় ক্রমাগত ডুবে যেতে তোতে,
ভালোবাসার চোরাবালিতে ডুবে যাওয়া কি আর তোর সাজে?
তুই কি সুন্দর উঠে গেলি খেলার মাঝ থেকে
খেলাখেলা খেলে
ভালোবাসাকে মেরে ফেলে,
আসলে আমি ভুলে গিয়েছিলাম
যে ভালোবাসে তাকে ভালোবাসা বলে বোঝাতে হয় না
আর যে খেলাখেলা খেলে, সে তো ভালোবাসতেই জানে না;
একদিন হয়তো বুঝবি সময় আসলে একটা নদী
বয়ে যাওয়া সময়কে চাইলেও আর দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবি না
এই যে মুহূর্তটা চলে গেলো! মুহূর্তেই হয়ে গেলো গত
একটা মুহূর্তও মুঠোতে ধরে রাখতে পারবি?
অথচ ভালোবাসা কিন্তু ধরে রাখা যায় পুরোটা হৃদয় দিয়ে
যদি ভালোবাসা থাকে হৃদয়ে,
মৃত ভালোবাসা কি ফিরে আসে?
আমি এখনো মৃত ভালোবাসার কংকাল দেখি ঘুমঘোরে;
আচ্ছা! ভালোবাসা কি সত্যিই মরে যায়?
১৩ এপ্রিল, ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন