বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

ধোঁয়াশা ভালোবাসা



ধোঁয়াশা ভালোবাসা
- যাযাবর জীবন


চোখ কি আর অন্য কাওকে দেখে?
- তোকে দেখার পর থেকে;
সেই যে প্রথম দর্শন!
তারপর থেকে ক্রমাগত
এক নারীতে স্থির সংকল্পবদ্ধ
হ্যাঁ, আমি একে প্রেম বলব;

কান কি আর অন্য কারো কথা শোনে?
- শুধুই তোকে শোনে
তোর কথার ঝনঝন
তোর চুরির রিনঝিন
প্রথম থেকে আজ পর্যন্ত
ক্রমাগত, ক্রমাগত
এক নারীর কণ্ঠস্বরে বিলীন আর বাকি সব নিস্তব্ধ
হ্যাঁ, আমি একে প্রেম বলব;


হৃদয় কি আর আমার আছে?
- তোকে ভালোবেসে
তোর হাসিতে হাসে
তোর কান্নায় কাঁদে
সেই প্রথম হৃদয় হারানোর দিন থেকে আজ পর্যন্ত
এক তো'তে বিলীন হতে লব্ধ
হ্যাঁ, আমি একে প্রেম বলব;

আমি আর কাওকে দেখি নি
- তোকে দেখার পর থেকে;

আমি আর কারো কথা শুনি নি
- তুই আমার জীবনে আসার পর থেকে

আমি আর কাওকে ভালোবাসি নি
- তোকে ভালোবেসে

একে যদি ভালোবাসা না বলে!
তাহলে কি ভালোবাসার অপমান হয় না?

আচ্ছা! সেসব কথা থাক,
লোকে কি বললো আর না বললো, মন সব ভুলে যাক;

- তোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকাই আমার ভালোবাসা
- তোর কথা শুনতে শুনতে পৃথিবীর সব শব্দ থেমে যাওয়াই আমার ভালোবাসা
- তোর কথা ভাবতে ভাবতে বুকে চিনচিনে ব্যথা অনুভবই আমার ভালোবাসা
আর বাকি সবকিছু আমার কাছে না হয় রইলো ধোঁয়াশা!


২৩ এপ্রিল, ২০২০




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন