অমূল্য জীবন
- যাযাবর জীবন
অমূল্য জীবন
একটা জীবন পৃথিবীতে আসার আগে কত কত আয়োজন!
একটা শিশু আসে পৃথিবীতে
নয় মাস মায়ের পেটে
তারপর ধরিত্রীতে
একটা জীবন ভূমিষ্ঠ হয়
চারিদিকে খুশির আমেজ বয়
বাবা মায়ের চোখে স্বপ্ন রয়
সন্তান বড় হয়
জীবন কথা কয়;
একটা মৃত্যু,
কতই না তুচ্ছ!
হরে দরে পড়ে থাকে এখানে ওখানে
রোগে শোকে মহামারীতে
এক্সিডেন্টে, অবহেলায় অনাদরে
মৃত্যুর মূল্য কোথায়?
আপনজনরা দুদিন কাঁদে, তারপর ঠিক ভুলে যায়
এত বিলাসিতা কোথায়?
মৃত্যু নিয়ে কাঁদায়!
কিছু কিছু মৃত্যু বড্ড করুণ হয়,
অমূল্য যে জীবনটা এসেছিলো একসময় পৃথিবীতে
কোন এক সময় বেওয়ারিশ শব হয়ে রয়
যে আপনজনেরা ঘিরে ছিলো জন্মের সময়
তারাও হয়তো কোথায় হারিয়ে গিয়েছে কবে?
হয় জীবিকার প্রয়োজনে কিংবা কালের বিবর্তনে নিজেরাই শব হয়ে;
এক একটা সময় আসে পৃথিবীতে,
মহামারী হয়ে;
মানুষ পড়ে থাকে কাতারে কাতারে
শব হয়ে, মাটি হয়ে
কারো কবর জোটে
কেও বা মাটিতে গলে পচে;
জীবন অমূল্য
মৃত্যুটা কি অমূল্য নয়?
কই আমার কাছে আমার মৃত্যুটা বড্ড অসহনীয় হয়ে রয়!
ঐ তো মাটিতে পড়ে আছি আমি
মাটির দেহ, মাটিতে শব হয়ে
আমার কাছে মৃত্যুটা এখন জীবনের থেকেও দামী
যার যার নিজের কাছে স্বীয় মৃত্যু সবচেয়ে দামী হতেই হয়?
তোমার কাছে কি নয়?
তোমার কাছে?
তোমার তোমার কাছে?
এই যে পড়ে রয়েছি আমি!
কেও কি কবর দেবে?
জানাজা হবে?
নাকি প্লাস্টিকের থলেতে একরাশ শবের সাথে গর্তে ছুঁড়ে ফেলে দেবে?
মহামারী
কালের সাক্ষী হয়ে রয়।
১৩ এপ্রিল, ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন