খুব হঠাৎই
- যাযাবর জীবন
কেন জানি আজ হঠাৎ তোর কথা খুব মনে পড়ছে
কেন জানি পুরনো দিনগুলো, সেই পুরনো থেকে অনেক পুরনো দিনগুলো
খুব হঠাৎই মনের ভেতর খোঁচা দিচ্ছে
কেন জানি তোকে অনেক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
ভালোবাসার মানুষগুলো তোর মত খুব হঠাৎ
খুব হঠাৎই হারিয়ে যায়
অনেক অনেক দূরে
ধরা ছোঁয়ার অনেক বাইরে,
অথচ আমার যে খুব হঠাৎ হঠাৎই ভালোবাসা ধরতে ইচ্ছে করে!
আমরা সময়কে ধরতে পারি নি
না তুই পেরেছিলি
না আমি,
অথচ কোথায় যে আমাদের চেষ্টার কমতি ছিলো তাও বুঝিনি;
ধরা আর অধরার মাঝে হারিয়ে গিয়েছিস তুই
হারিয়ে গিয়েছি আমি;
ভালোবাসা হারিয়েছে কি?
কি জানি?
তবে কেন এখনো তোকে হঠাৎ হঠাৎ মনে পড়ে?
কেন তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করে?
হঠাৎ, খুব হঠাৎই।
১৩ এপ্রিল ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন