প্রচণ্ড রকম ভালোবাসি
- যাযাবর জীবন
প্রচণ্ড রকম ভালোবাসা কাকে বলে জানিস?
উঁহু, সবাই জানে না
যে প্রচণ্ড ভালোবাসে সেই শুধু জানে;
একটা মানুষকে সবচেয়ে খারাপ কখন দেখায় জানিস?
যখন সে প্রচণ্ড রেগে থাকে;
তুই যখন অনেক অনেক রেগে থাকিস!
যখন তোর সবকিছু ভেঙ্গেচুরে ফেলতে ইচ্ছে করে
তোকে যে কি ভয়ঙ্কর লাগে!
তখন একবার আয়নায় তাকিয়ে দেখিস;
অথচ আমি তখনো তোর এই ভয়ঙ্কর রূপকে ভালোবাসি
প্রচণ্ড রকম ভালোবাসি;
একটা মানুষকে সবচেয়ে সুন্দর কখন দেখায় জানিস?
যখন সে হাসে;
তুই যখন প্রাণ খুলে হাসিস
আকাশে সূর্য হাসে, আকাশে চাঁদ হাসে
আর আমি ক্রমাগত বলতে থাকি ভালোবাসি ভালোবাসি
তোকে প্রচণ্ড রকম ভালোবাসি;
একটা মানুষকে সবচেয়ে করুণ কখন দেখায় জানিস?
যখন সে কাঁদে;
যখন তোর কোন কারণে মন খারাপ হয়
যখন তোর ঠোঁট বাঁকা হয়
যখন তোর চোখে জল আসে
তখন আমার বুকে সমুদ্রের ঢেউ ওঠে
তখন আমার বুকে ঝড় ওঠে
আর আমার মন তোতে ছুটে
আর ক্রমাগত বলতে থাকে ভালোবাসি ভালোবাসি
তোকে প্রচণ্ড রকম ভালোবাসি;
তুই যখন সকালের স্নান শেষে ভেজা চুলে বের হয়ে আসিস
আমি মনে মনে বলতে থাকি ভালোবাসি,
তুই যখন রান্নাঘরে ঘর্মাক্ত মুখ মুছতে থাকিস
আমি মনে মনে বলতে থাকি ভালোবাসি,
তুই যখন খাবার টেবিলে পাশে বসে এটা ওটা বেড়ে দিস
আমি মনে মনে বলতে থাকি ভালোবাসি,
তুই যখন বিকেলের চায়ের টেবিলে নাস্তার আয়োজনে ব্যস্ত থাকিস
আমি মনে মনে বলতে থাকি ভালোবাসি,
তুই যখন বিছানায় বুকের ভেতর লেপ্টে থাকিস
তখনো,
তখনো আমি বলতে থাকি; ভালোবাসি
তোকে ভালোবাসি
প্রচণ্ড রকম ভালোবাসি;
আচ্ছা! বুকের ভেতরের শব্দগুলো শুনতে পাস!
১২ এপ্রিল, ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন