নতুন বছর নতুন রূপে
- যাযাবর জীবন
আজ আমাদের বড্ড দুর্দিন;
আমার, তোমার
আমাদের, তোমাদের
সকলের;
আজ কোন উৎসব হবে না
আজ বটতলায় যাব না
আজ দীপাবলি হবে না
আজ হবে না কোন আনন্দ মিছিল
আতশবাজি পুড়বে না কারো হাতে
হাউই উড়বে না আকাশে আকাশে
আজ আমরা পান্তা ইলিশ খাব না;
যদি খুব নতুন বছরের কথা মনে পড়ে
যদি খুব গতবছরের স্মৃতি মাথা কুড়ে
তবে না হয় ফ্রিজের ঠাণ্ডা হয়ে যাওয়া ভাতে পানি দিয়ে খাব
আজ কোন ভর্তার বাহার থাকবে না
আজ হবে না কোন ইলিশ উৎসব
আমরা না হয় গতরাতের বাসি তরকারিটুকু গরম করে নেব!
আজ না হয় আমরা এক নতুন নববর্ষ পালন করি!
আজ না হয় আনন্দের জায়গায় মহামারীর শোক স্মরণ করি?
আজ অনেকের ঘরে কাল রাতের বাসি ভাতটুকুও নেই
নেই কোন বাসি তরকারি
ঘরে একদানা চাল নেই, নেই কচু ঘেচু শাক লতা পাতা তরিতরকারি
আজ তারা কি খাবে জানে না
অথচ এই তো গত বছর পরিবারের সবাই মিলে একসাথে একপাতে
উৎসবে মেতেছিলো পান্তাভাতে,
আজ না হয় আমরা তাদের অসহায়ত্ব স্মরণ করি
আজ না হয় আমাদের উৎসবের বাজেটটুকু ওদের মাঝে বিলিয়ে দেব!
আজ না হয় নতুন ভাবে এক শোকের নববর্ষ পালন করি;
আজ না হয় আনন্দের জায়গায় মহামারীর শোক স্মরণ করি?
এই তো গতবছর পরিবারটা ভরা ছিলো
আমার, তোমার, এর, ওর, তার ও তার পরিবার
বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে
এ বছর করোনা কেড়ে নিলো কারো বাবা, কারো মা কারো সন্তানকে
কবরটাও দেখতে যাওয়ার সৌভাগ্য হয় নি কারো
সামিল হওয়া হয় নি জানাজাতে
আজ দুঃখের মহামারী আকাশে বাতাসে,
তাহলে কিভাবে আমরা উৎসবে মাতি?
আজ যারা নেই আমরা না হয় তাদের স্মরণ করি!
আজ না হয় নতুন ভাবে এক শোকের নববর্ষ পালন করি!
আমি, তুমি, আমরা, তোমরা
সবাই মিলে
মহামারী মুক্তির জন্য নতুন বছরে মহান আল্লাহ্ তায়ালার কাছে দু হাত তুলে।
১৪ এপ্রিল, ২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন