কোথাও আলো জ্বললেই আলো পোকাদের ভিড়
অন্ধকারের পোকারাও ছুটে আসে অন্ধকারে,
আলো কিংবা অন্ধকার, যে কোন পোকারাই শরীর হলেই বসতে চায়
এরা শরীরে বসতে চায় প্রেমের ছলে, কামের ছলে
বেশীরভাগ শরীরে বসতেই পারে না
অনেকগুলো ইতিউতি শরীর ঘাটে তারপর নিজেই উড়ে যায়
অল্প কিছু নিজের অপুষ্ট শরীর নিয়ে শরীরেই মরে যায়
আর অল্প কিছু পোকা শরীরের বদলে লেগে থাকে মন আঠায়;
এরা প্রেম করে, এরা প্রেমে পড়ে
তারপর যতদিন শরীর ততদিনই শরীরে লেগে থাকার চেষ্টা,
এদের মাঝেও কিছু পোকা উড়ে যায় মধুর মিষ্টতা শেষে
কিছু পোকা নেমে যায় শরীরের ভাঁটায়
আর কিছু কিছু অন্য কোন কারণে
অল্প কিছু পোকা মরা নদীতেও সাঁতরায়, শরীর জড়িয়ে;
উড়ে যাওয়া, ভেসে যাওয়া, নেমে যাওয়া পোকাদের কথা কে আর মনে রাখে?
দাম্পত্যের শেষ গোধূলিতে পরস্পর জড়িয়ে থাকা পোকাগুলোকেই লোকে মানুষ বলে।
২৬ ডিসেম্বর, ২০২১
#কবিতা
মানুষ পোকা
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন