এক একজনের চাহিদা এক একরকম
এক একজনের চাহিদার প্রায়োরিটি এক একরকম
এক একজনের কাছে এক একসময় প্রায়োরিটি বদলায়
এক একজনের কাছে জীবনের মানে এক একরকম;
এই ধর যেমন একজন ধূমপায়ী
ঐ যাকে তোমরা বল চেন স্মোকার
তার ধ্যান ধারণায় সিগারেটের একটি টান,
আবার ধর যে মদ্যপায়ী
যার প্রতিদিন না খেলে চলেই না
তার চাহিদা এক ঢোক হলেও মদ্য পান,
আর ঐ যে প্রতিদিন নতুন শরীর না হলে যার চলে না
যত্রতত্র ঘুরে বেড়ায়, বেশ্যা-পাড়ায়
তার কাছে নারীই পণ্য, মেটাতে কাম
অথবা অন্যকোন দলের চাহিদা অন্যকিছু;
আর সংসারের ঘানি কাঁধে ন্যুব্জ কুঁজো ঐ লোকটা!
যার নুন আনতে পান্তা ফুঁড়োয়?
সে বোঝে ভাতের কত দাম,
যে ছবি আঁকে!
নেশার ঘোরে কিংবা পেট পালতে
তার কাছে ক্যানভাসে রংতুলির একটা টান,
ঐ যে ফটোগ্রাফারটা দেখছ!
ক্লিক ক্লিক ছবি তোলে! ওটাতেও তার পেট চলে
সেই শুধু জানে সঠিক সময়ে একটা সঠিক ক্লিকের কি দাম!
কিংবা নানা পেশার লোকের নানারকম অবস্থান;
যদি সংসারের কথা চিন্তা করি!
বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, সন্তান
সবাই মিলেমিশে এক বাড়িতে অবস্থান,
সব সময় কি তা আর ঘটে?
শাশুড়ি বৌ এর ঝগড়াটাও তো চিন্তা করতে হয় বটে
তারপর এক একজনের আলাদা আলাদা বাসস্থান,
স্বামী-স্ত্রী, আজকাল একেক সংসারে এক একরকম দেখি
রাতে ঘুমুতে যাওয়ার সময় দুজন হাতে হাত একটু জড়াজড়ি
সুখী দাম্পত্যে আজকাল এটার অনেক বড় একটা অবদান,
বিভিন্ন সংসারে বিভিন্ন রকমও ঘটে;
এই যে আমাদের চারিপাশে নানা রকম মানুষজন!
এদের এক একজনের সুখে বা দুঃখের এক এক কারণ,
এদের প্রত্যেকের চাহিদা প্রত্যেকের থেকে ভিন্ন
একজনের অবস্থান আরেকজন থেকে অন্য
কেউ চাকুরীজীবী কেউ ব্যবসায়ী কেউ নিজেকেই করে পণ্য
বেশীরভাগই অসুখী, আর অল্প কেউ নিজ অবস্থানেই ধন্য;
আমরা একজনের চাহিদা অন্যজন বুঝি না
একে অন্যকে না বুঝেই অকারণ করে যাই সমালোচনা।
২৭ ডিসেম্বর, ২০২১
#কবিতা
চাহিদার রকমফের
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন