বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

মনের আড়াল

ভার্চুয়াল জুড়ে রাশি রাশি ছবির মহরৎ 

এক একজনের এক এক ভঙ্গিমায় ছবি 

ক্ষণে ক্ষণে নতুন নতুন ছবির পোস্ট 

আর এদের প্রত্যেকের মুখে দেখি হাসি;


আমি ছবিগুলো মাঝে মধ্যেই দেখি 

কখনো বেশ খুঁটিয়ে খুঁটিয়েই দেখি 

হাসির আড়ালে কোথায় যেন হাহাকার

ঠোঁটের আড়ালে একটু কান্না কি? 


একদিন একজনকে জিজ্ঞাসা করলাম,

এই যে ক্ষণে ক্ষণে ছবি পোস্ট করিস!

কি এমন আনন্দ উপভোগ করিস?

আমি জানি ওর জীবন'টা বিষাদময়;


সে একটু থমকে গিয়ে উত্তর দিলো  

দাদাভাই, হাসি দিয়ে কান্না লুকাই

ছবির মহরতে নিজেকে ক্রমাগত ভুলাই 

সবাই আনন্দ দেখে, কান্না বোঝে কি? 


আমার খুব মন খারাপ হলো 

বললাম কিন্তু এটা যে হিপোক্রেসি! 

সে হেসে বললো নিজেকে আড়াল দেয়া 

তারপর করুণ হাসিতে কান্না লুকলো;  


আরেকজন বললো মেয়েদের দুঃখ জানো?  

কোথাও আমাদের দুর্বলতা খুঁজে পেলেই 

ঝাঁপিয়ে পড়তে চায় একদল হায়েনা 

দুর্বলতা ঢাকি হাসিতে, নিজেকে বাঁচাতে; 


ভার্চুয়াল থেকে কত কিছুই না শেখা যায়!

ভেতরে বাইরে দুই মানুষ হিসাবে বাঁচা যায় 

এখন আমিও হাসিমুখে সবার সাথে মিশি 

আজকাল আমিও খুব কান্না লুকিয়ে হাসি। 



০৯ ডিসেম্বর, ২০২১


#কবিতা 


মনের আড়াল  

 - যাযাবর জীবন 



    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন