ঘুটঘুটে অন্ধকার
কামাতুর রাত
দুটি শরীর বিছানায় কাত
হাতে হাত স্পর্শ থেকে শরীরে শরীর
ঠোঁটে ঠোঁট চুমুর চিৎকার
শরীরে শরীর কাম শীৎকার
বাতি নেভানো ঘর, ঘন অন্ধকার
ওখানে স্বামী স্ত্রী অথবা নর ও নারী,
নরের কল্পনায় বিছানায় অপ্সরা মেনকা সুন্দরী
নারীর কল্পনায় সুঠাম সুদর্শন নায়ক এক ভারী
অন্ধকারে শরীরে শরীর, কল্পনায় নর ও নারী
কল্পনায় নায়ক ও নায়িকার কাম, বাস্তবে বিছানায় ঘাম
রতি শেষে ক্লান্ত দেহ বিছানায় কাত
খাটের দুপ্রান্ত থেকে হাতের ওপর হাত;
খুট করে বেড সুইচটা জ্বলে উঠতেই কল্পনার অবসান
কোথায় নায়ক?
কোথায় নায়িকা?
এক কাতে ঘর্মাক্ত শুয়ে ভুঁড়িওয়ালা সেই পুরনো চেহারা
আরেক কাতে আটপৌরে ঢলা যৌবনা
যারা চোখের সামনে থাকে সারা দিনমান,
বেশ তো ছিলো অন্ধকারে কামঘন কল্পনার বাসর
আলোতে আয়না, আলোতে কঠোর বাস্তবতার আসর;
অন্ধকারে কল্পনার বাসরে মনের ঘরে কত চেহারাই না খেলা করে!
ধাক্কা খেতে হয় খুট করে আলো জ্বাললে।
২৩ ডিসেম্বর, ২০২১
#কবিতা
আলোতে অন্ধকারে
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন