ওদিকে দেখ, ঐ যে গ্রামে,
ক্ষেতের আলে লাঙ্গল কাঁধে হেঁটে চলছে কৃষক
ক্ষেত চষলে ফসল, পেটে ভাত,
হাপরে দম দিতে দিতে লাল হয়ে ওঠা লোহায় বাড়ি কামারের
কিছু একটা বানাতে পারলে টাকা, পেটে ভাত,
মাটির ছাঁচে কাদা মাখা হাতে কুমার
পাতিল বানাতে পারলে টাকা, পেটে ভাত;
ওদিকে দেখ, এই শহরে,
ধুঁকে ধুঁকে রিক্সা টানছে রিক্সাওয়ালা
রিক্সা টানতে পারলেই পয়সা, পেটে ভাত,
মাথায় ইটের বোঝা নিয়ে উঁচু ইমারতে মজুর
দিনান্তে টাকা, পেটে ভাত,
ঝুলে ঝুলে বাদুর ঝোলা হয়ে অফিসে ছুটছে কর্মীর দল
মাস শেষে বেতন, পেটে ভাত,
কেউ বা গাড়িতে করে অফিসে কিংবা ব্যবসার কাজে
এদেরও ব্যবসা হলে টাকা, পেটে ভাত;
এরা সবাই বাবা অথবা মা
ক্ষুধা কি? বোঝে এরা
এরা পায়ের ঘাম মাথায় ফেলে
সন্তান যাতে ক্ষুধাটুকু না বোঝে,
তবুও কোন কোন সংসারে পেট চিনে যায় ক্ষুধা, সন্তানের পেট
ক্ষুধা পেত ভাতের মূল্য বুঝে যায় খুব হঠাৎ করেই
আর ক্ষুধা চিনে চিনে হঠাৎ করেই যেন বড় হয়ে যায় সন্তান
দেখতে না দেখতে মাথায় তুলে নেয় সংসারের বোঝা
বাবা না হয়েও এরা যেন হয়ে যায় বাবা
মা না হয়েও হয়ে যায় মা
বের হয়ে পরে কাজে, বের হয় খাদ্যাহ্নেষণে
পরিবারের বাকি সদস্যদের বুঝতে দিতে চায় না ক্ষুধা;
কাজই টাকা
টাকাতেই ভাত
ভাতে নিবারণ ক্ষুধা
গ্রামে কিংবা শহরে, দেশে আর বিদেশে
আমরা সবাই ছুটছি টাকার পিছে
পায়ের ঘাম মাথায় ফেলে,
- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
০৮ ডিসেম্বর, ২০২১
#কবিতা
ভাতের ক্ষুধা
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন