বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

সম্বোধন

সম্বোধন'টা কি খুব জরুরী?

একটা আছে রক্তের সম্পর্ক, ওখানে নানা রকম সম্বোধন

আরেকটা পাড়াতো, মুখ চেনা; সেখানেও সম্বোধন

আর আজকাল সম্পর্কের নতুন মাধ্যম হলেও 

আমাদের সবচেয়ে বেশি দেখাশোনা হয় ভার্চুয়ালে 

এটাও পরিচিতির একটা নিমিত্ত, এখানেও কিছু কিছু সম্বোধন;


এখানকার সম্বোধনগুলো কেন জানি না বেশীরভাগই লোক দেখানো

কিছু কিছু তো রীতিমত তৈলমর্দন

তৈলমর্দন অবশ্য আমাদের অনেকটা মজ্জাগত

তবুও যখন ভার্চুয়ালে পরিচিত, অপরিচিত, আধা-পরিচিত

শুধুমাত্র কে কোন কর্পোরেটের কত বড় মাথা

কে কোন ব্যবসায় আছে!

কার অর্থনৈতিক স্ট্যাটাস ভার্চুয়াল ফুটে কতটা বিচ্ছুরিত হচ্ছে

সেটা অনুধাবন করে যখন সম্বোধন নির্ধারণ হয়

তখন, ঠিক তখনই কেন জানি আমার কাছে বিসদৃশ মনে হয়;


ভার্চুয়ালে কারো সম্বোধন ভাই কিংবা বোন

কারো দিদি কিংবা দাদা 

কেউ তো স্যার ছাড়া কথাই বলে না

আর ঘানি ভাঙা খাঁটি তেলের মালিশ;


দাদা-দিদি, ভাই-বোন একটা সম্পর্ক 

ওটা স্বার্থ সংশ্লিষ্ট 

ভার্চুয়ালে আমাদের কিছু স্বার্থ নিশ্চয়ই থাকতেই পারে,

চট করে বন্ধু সম্বোধন'টা আসলে একদমই মৌখিক 

বন্ধু আমার কাছে অনেক বড় সম্পর্ক

যাকে সব বলা যায়, যে চুপ করে পাশে বসে থেকেও সব দুঃখ বুঝে যায়

তা না হলে আর বন্ধু কোথায়?

ভার্চুয়ালে আছে নাকি এমন বন্ধু?

তবে আর সম্বোধনে কি আসে যায়? 


ভার্চুয়ালে সাধারণত আমি সম্বোধনটা উহ্যই রাখি 

দেখাই যাক না সম্পর্ক কোথায় নিয়ে যায় আমাদের!

প্রতিদিনই তো কত কত সম্পর্ক বদলায়, কারণে আর অকারণে

কে বলেছে সম্বোধন করতেই হবে সম্বোধনের নিয়মে? 


থাকুক না সম্বোধনহীন কিছু সম্পর্ক! 



২৩ ডিসেম্বর, ২০২১


#কবিতা


সম্বোধন

 - যাযাবর জীবন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন