বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

জীবনের স্তরগুলো

মানুষের একটাই জীবন তবে জীবনের অনেকগুলো স্তর 

শিশু থেকে কৈশোর, যৌবন হয়ে প্রৌঢ়ত্ব, বৃদ্ধ তারপর  

একটা পার হতে না হতেই আরেকটা, মৃত্যুতে সমাপ্তি 

সম্পর্ক, অর্থ, স্বার্থ, দ্বন্দ্ব জীবনের প্রতিটা স্তরের প্রাপ্তি;     


জীবনের স্তরগুলো অদ্ভুত, একই মানুষ, কত তার রূপ! 

শিশুকাল মায়ের কোলে, চেনা শুরু হয় পৃথিবীর রঙ রূপ, 

বাবা আরেকটু পরে, তারপর ভাই বোন আর আত্মীয়-স্বজন

জীবনের স্তরে স্তরে নতুন নতুন মানুষ, যখন যাকে প্রয়োজন; 


ছেলেবেলা খেলা-খেলা, তখনও মোটামুটি মা সর্বস্ব জীবন

বাবার কাছে হয়তো বায়না, তারপর আহ্লাদ বড় ভাই-বোন 

বন্ধুত্ব বলে নতুন একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে তখন

ক্রমে ক্রমে সম্পর্কের রূপ বদলায় জীবন যেখানে যেমন;


কৈশোরে বাবা-মার থেকে হঠাৎই কিছুটা, দূরত্ব তৈরি হয় 

বন্ধু বান্ধবরা আপন হতে থাকে, অল্প কিংবা বেশি পরিচয়     

স্কুলে, মহল্লায়, খেলার মাঠে ওদের'কে আপন করে নিয়ে   

তার চেয়েও আপন যেন পাশের বাড়ির ঐ ছেলে বা মেয়ে; 


যৌবনে প্রেমে, প্রেমিকের কাছে প্রেমিকাই সবচেয়ে আপন 

এ নিয়ে কথা কাটাকাটিতে বাবা-মায়ের সাথে দূরত্ব ভীষণ

লেখাপড়ায় মন নেই, মন উচাটন আর প্রেমময় জীবন

প্রেমে সবকিছু রঙিন রঙিন, স্তরটার নামই যে যৌবন!


বিয়ের পর থিতু, বাবা-মা ভাই-বোন, সবাই মিলেমিশে

শ্বশুর বাড়ি আপন আপন লাগে শ্যালিকা যদি বসে পাশে 

মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি দেবর ননদ সব আপন করে   

তারপর স্বামী-স্ত্রী কাহন, সংসারে ভাঙন, জীবনের এ স্তরে; 

 

এরপর চাকরি জীবন, কেউ ব্যবসায়, নয় বাবার ঘাড়ে খায়

সংসারে নতুন শিশুর আগমন, নতুন খুশি বংশ পরম্পরায় 

ছেলেরা বাবা হয়, মেয়েরা মা, সন্তানগুলো সংসার ভরায়

বংশবৃদ্ধি এভাবেই হয়ে আসছে এই মানব সংসার ধারায়; 


অনেকটা পথ সন্তান মানুষ করতে, এরমাঝে পরকালে বাবা-মা

এ জীবনটা টাকার, টাকার পেছন পেছন কে আর ছোটে না? 

জীবনের এ স্তরে রয়ে যায় ভাই-বোন, বন্ধুবান্ধব মাঝে মাঝে 

আত্মীয় স্বজন কোথায় আর আজকাল? কখনো হয়তো কাজে;  


সন্তানরা বড় হলে যে যার পথে, বাবা-মার জন্য সময় কোথায়? 

ব্যস্ত তারা সংসারে আর কাজে, জীবন যাকে যেখানে নিয়ে যায়, 

বাবা-মা গত হয়েছে অনেক দিন, ভাই-বোন? যার যার সংসারে 

বন্ধুবান্ধব? মাঝে মাঝে একসাথে হয়, একটু সময় বের করে;  


আজকাল কথা বলারও কেউ নেই, বাসায় শুধু দুটো বুড়োবুড়ি 

মাঝেমাঝে পরস্পর কথা, বিকেল বারান্দায় দুজনে চা দিয়ে মুড়ি

বাকি সময়টা পরকালের চিন্তা, ধর্ম কর্ম শেষে ঘুম কাঁথা মুড়ি

জীবনের শেষ স্তরে বুড়ির জন্যে বুড়ো আর বুড়োর জন্যে বুড়ি;


একটা সময় হয় বুড়ো মারা যাবে কিংবা বুড়িটাই ঘুমোবে আগে  

তারপরের জীবনটা একাকীত্বের, ওরা বুঝে গিয়েছে আগেভাগে

জীবনের শেষ স্তরে আগের স্তরগুলো চোখের সামনে উঠে ভেসে  

স্তরের পরতে পরেতে স্বার্থগুলো সম্পর্কের আষ্টেপৃষ্ঠে ছিলো মিশে। 



১৫ ডিসেম্বর, ২০২১


#কবিতা 


জীবনের স্তরগুলো 

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন