বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

রঙের কারবার

দেখাদেখি থেকে মুখ-চেনা, মুখ-চেনা থেকে পরিচয়

পরিচয় ঘন হতে হতে ভালোলাগা, আরেকটু এগোয় 

এগোতে এগোতে কখনো যদি তাদের হয়ে যায় প্রেম!   

এভাবেই'তো ভালোবাসা হয়, নাকি ভুল বললেম? 


প্রেম মানেই মন কেমন কেমন, কাছে থাকার বাসনা 

একটু ছুঁয়ে ছুঁয়ে থাকার আকাঙ্ক্ষা কেউ বলে কামনা 

আকাঙ্ক্ষা প্রবল হতে হতেই হয়ে যেতে পারে পরিণয়  

তারপর সংসার? এই তো হয়ে আসছে, এই তো হয়;   


প্রথম প্রেমের সেই প্রবল টান! আর ছুঁয়ে ছুঁয়ে থাকার বাসনা  

ভালোবাসার মানুষগুলো সংসারে এলেই আগের মত থাকে না 

প্রতিদিন ডালভাত মুখের একই স্বাদ, ভালো আর লাগে কত?  

ঘটিবাটি খুটখাট খুঁটিনাটি কথাকাট সময়ে শুরু হয়ে যায় যত 

দুজন দুজনার কাছে খোলামেলা হতে হতে বড্ড আটপৌরে বাজে 

প্রেম করার সময় কোথায় আর? মন এখন কেবল সংসার কাজে; 

 

ভালোবাসার মানুষের সাথে সংসারের মানুষটির মিল খুঁজে পাওয়া ভার 

কিছু ক্ষেত্রে ভালোবাসার আবেগটা রয়ে যায় অভ্যাসে হয়তো দুজনার 

কিছু ক্ষেত্রে ভালোলাগার সেই তীব্রতা একটা সময় ফিকে হতে থাকে

ছেলেমেয়ে বড় হতে হতে সংসারটাই বড় হয়ে যায় সংসারের বাঁকে  

কিছু ক্ষেত্রে ভিন্ন দুটো মানুষের ভিন্নতা মেনে নিতে পারে না দুজন 

মনোমালিন্যের চরমে পথ ভিন্ন হতে হতে সংসারে বিচ্ছেদ তখন; 

 

প্রেমিক আর স্বামী একই ব্যক্তি হয়েও দুজন আদতে এক নয়

একই ঘরে বসবাসরত প্রেমিকা আর স্ত্রী রূপ কখনো এক হয়?

কেউ মেনে নেয়, কেউ কেউ বাধ্য হয়ে মানিয়ে চলে ছলে বলে  

বাকিরা স্বাধীনচেতা, সময়ে আলাদা হয়ে যায় পরিস্থিতির কবলে; 

 

স্বামীদের প্রেমিক রূপ ফিরে আসে বিছানায় বাতি বন্ধ হয়ে গেলে     

স্ত্রীরা আয়নায় প্রেমিক খোঁজে নিজের প্রেমিকা রূপ একদম ভুলে 

প্রেম আর সংসার এক নয়, গুরুজনে বলে গিয়েছেন বার বার 

প্রেমের সময়টা রঙিন লাগলেও সংসারই আদতে রঙের কারবার। 




০৮ ডিসেম্বর, ২০২১


#কবিতা 



রঙের কারবার

 - যাযাবর জীবন




     



 

   

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন