বিলীন
- যাযাবর জীবন
তুই আর আমি এক হতেই
ট্রাফিক সিগন্যাল সবুজ
কিংবা আমাদের মন,
বাকি সব মোড়েই লাল
রাস্তার কিংবা মনের
আমার আর তোর।
রেললাইন সমান্তরালই দেখায়
বিচ্ছেদ আর ভালোবাসার,
তুই আর আমি মিলতেই
রেলের পাতে ইঞ্জিন কু ঝিক ঝিক
পথটা আমাদের,
হাতে হাত।
আকাশে মেঘ সাদা কিংবা কালো
ঘর্ষণে বজ্র
ভালোবাসায় না ভিজলে কি আর
আষাঢ় আসে?
অপেক্ষায় প্রকৃতি, বর্ষায় ভিজে যেতে;
তুই আর আমি মিলতেই বৃষ্টি,
পরস্পরে বিলীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন