বুধবার, ১১ মার্চ, ২০২০

সময় বাড়ছে? নাকি কমছে?



সময় বাড়ছে? নাকি কমছে?
- যাযাবর জীবন


জীবন বুঝতে বুঝতে আর আমায় বোঝা হলো না
জীবিকা খুঁজতে খুঁজতে আর আমায় খোঁজা হলো না,

একদিন খুব হঠাৎ করেই মরণ ডাক দিয়ে বলবে, চল;

আজ
কাল
কিংবা পরশু;

টিক টিক টিক টিক

সময় বাড়ছে?
নাকি কমছে?

- ০৫ মার্চ ২০২০



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন