নির্লিপ্ত রাত্রি
- যাযাবর জীবন
ভোরের শিশিরে ভিজে থাকে ঘাসফড়িঙ
সকাল ভেজে সূর্যে
রাত ভিজে থাকে অন্ধকারে
চাঁদনি ভিজে চাঁদে,
স্মৃতিতে ভিজে আছিস তুই
তোতে ভেজা আমি।
ফুলের রেণুতে মেখে থাকে মৌমাছি
সকাল মাখে রোদে
অমাবস্যা মেখে থাকে অন্ধকার
জ্যোৎস্না মাখে চাঁদে,
মনে মেখে থাকিস তুই
তোতে মাখা আমি।
রাতের পৃষ্ঠা উল্টোলেই কি চাঁদনি দেখা যায়?
কিছু রাত্রি জাগে অন্ধকারে;
নির্লিপ্ত হয়ে গেছে কবিতা, তুই রাত্রি হওয়ার পরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন