ঘুম-গন্ধে ভেজা রাত
- যাযাবর জীবন
পুড়তে পুড়তে কালো হয়ে যায় রাত্রি
অমাবস্যা পুড়ে হয় অন্ধকার
প্রেম পুড়ে ঈর্ষা,
কখনো'বা ঈর্ষাও পুড়ে যায় গভীর ভালোবাসায়;
খুব মাঝে মাঝে আমি গভীর নিদ্রা থেকে উঠে বসি মন পোড়া গন্ধে;
কোথায় যেন পুড়ছে নারী
ভালোবাসায়
ঈর্ষায়
কিংবা ঘৃণায়;
শীতের রাতে কেও কাঁথা দেওয়ার নেই ঘুমের গায়ে
আমি মনে পোড়া গন্ধ মেখে ঘুমিয়ে পড়ি শিশিরে ভেজা হয়ে;
ঘুম-গন্ধে ভিজতে থাকে রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন