উড়াল-পঙ্খী
- যাযাবর জীবন
বাংলা বলা ভুলে গেছিস, ক্ষণিকের অতিথি
সাত সমুদ্দুরের ওপারে থাকিস, জানি রে পরদেশি
জন্মেছিলি বাংলাতে একদিন, বাংলা ছিল তোর মা
জন্ম-ভাষা ভুলে গেছিস কিভাবে, আমি তা জানি না
শৈশব কেটেছে তোর গাঁয়ের মাঠেতে
উচ্ছল কিশোরী ঝাঁপাতি পথে ঘাটে
যৌবনে প্রেম বাংলার মাটিতে, তারপরই তো উড়াল ডানা
তবে কেন এখন বাংলায় অনীহা, আজো তা জানা হলো না;
উন্নত দেশে উন্নত বেশে, উড়াল দিয়েছিলি উন্নত আশায়
শুনেছি এখন বাংলা ভুলে, কথা বলিস তুই অচিন ভাষায়
তোকে নিয়ে যত কাব্য করেছি, শব্দ গড়েছি আমার ভাষায়
পড়তে যাতে না পারিস তুই, তাই লিখেছি ভাষা বাংলায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন