সাদা-কালো মন
- যাযাবর জীবন
অমাবস্যায় কাঁদে রাত, পূর্ণিমাতে হাসে
খুশি আমি যখন তুই, থাকিস আমার পাশে
আকাশ কাঁদে জ্যোৎস্না যদি, মেঘের নিয়ন্ত্রণ
যখন তুই পাশে নাই, কাঁদে আমার মন।
অন্ধকার পুড়ে যায়, প্রেম পোড়া হলে
মনে যখন দুঃখ তখন, রাত কালো বলে
দুধ-সাদাও কালো হয়, মন কালো হলে
আঁধার রাতও পূর্ণিমা, মনে প্রেম এলে।
সব খেলাতেই হারজিৎ, দুজন মিলে খেলে
প্রেমে অভিমান সর্বনাশা, গুরুজনে বলে
ভালোবাসায় যন্ত্রণা তাও, সবাই প্রেমের পিছু
হেরে গেলে প্রেমের খেলায়, হারায় কি সবকিছু?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন