মগ্ন
- যাযাবর জীবন
আজকাল কবিতায় মগ্ন তুই
তোতে মগ্ন আমি
কিছু প্রেম যে এখনও রয়েছে বাকি;
কিছু রাগ বাষ্পীভূত হোক তোর মনে
আর অনেকটুকু ঘৃণা, ভালোবাসার অভিমানে;
তবেই না তুই কবিতা ছাড়তে পারবি;
আমি অন্ধকার হয়ে পরেছি রাত জেগে জেগে
'তোর' নেশায় বুঁদ হতে হতে
'নারী' চেনা হলো না আমার।
ইতিউতি কামগন্ধ ভেসে বেড়ায় রাতের নগরীতে
পশু হয় কাম-পুরুষ
নারীতে মগ্ন হয় রাতের প্রতিটা লগ্ন;
'তুই' ঘোর কেটে গেলেই আমিও মগ্ন হব 'নারী'তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন