স্ফুলিঙ্গ
- যাযাবর জীবন
অপেক্ষাগুলো অপেক্ষা করে অবহেলায়
অন্ধকার হতে হতে রাতগুলো কালো হয়
ভালোবাসতে বাসতে ভালোবাসাও পানসে লাগে এক সময়
শুধু দুঃখ পেতে পেতে দুঃখগুলো করা যায় না জয়;
লোকালয় পুড়ে ছাই হয় দিয়াশলাইয়ের একটি মাত্র কাঠিতে
মন পুড়ে কয়লা হতে প্রেমের একটি স্ফুলিঙ্গই যথেষ্ট;
'প্রেম'!
সে যে দুর্ঘটনা বই তো নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন