রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

তুই



তুই
- যাযাবর জীবন

তুই তুই তুই আর, তুই তুই'এ ভরা
জীবনের এক একটি পাতা
একটি মাত্র তুই এর সুতোয়
সকল তুই'গুলো আছে গাঁথা;

তোকে ছাড়া শূন্য আমি শূন্য জীবন পাতা
তুই ছাড়া শূন্য আমার সব সম্পর্কের খাতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন