অন্ধকার
- যাযাবর জীবন
আজ অমাবস্যা
আজ মন অন্ধকার
আজ রাত নয় কাব্য করার;
মুঠোতে অন্ধকার ধরেছিল কবে, কে?
আমার হাত ভরে আছে তো'তে
তোর অনুভব কখনো হবে না গত;
রাতের কান্না আলোর জন্য
কবিতা চাঁদনির জন্য
আমি তো'তে মৃত।
অন্ধকার জন্ম দেয় অন্ধকার
আজ রাত্রি অমাবস্যার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন