বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

প্রস্থান



প্রস্থান
- যাযাবর জীবন

স্পর্শানুভবে ভালো লাগা
হাত থেকে ঠোঁট
উচ্ছৃঙ্খল চুমুর বন্যায় কামের সূত্রপাত
এক রাত কামের নাম প্রেম নয়;
প্রাপ্তিতে দহন বুঝেছে কে, কবে?
ভালোবাসায়'তো শুধুই ক্ষয়;

মনের অন্ধকারে পলাতকার ছায়া,
নিঃশব্দ প্রস্থান ভালোবাসা নয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন