রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

গল্প বলার রাত



গল্প বলার রাত

- যাযাবর জীবন

সব রাতে কি আর কবিতা হয়?
না রে,
সব রাতে কবিতা বলতে নয়।

চল আজ গল্প বলি তোকে;
না না,
কোন রাজা আর রাণীর গল্প নয়;
আরে না,
এটা কোন প্রেমের গল্পও নয়;
চেষ্টা করি আজ নতুন একটা গল্প বলার।

আচ্ছা, এমন কি হতে পারে!
এটা আমার আকাশ আর তোর মেঘ হওয়ার গল্প
কিংবা আমি রাত আর তুই চাঁদনি
না হয় তুই শীত আমি কুয়াশা
আর না হয় আমি ঘাস তুই শিশির!

ধ্যাত! বলেছিলাম প্রেমের গল্প বলব না
তবুও ঘুরে ফিরে সেই প্রেম এসে গেলো
তোর আর আমার,
কেন বার বার এমনটা হয়?
জড়িয়ে যাস তুই আমার সাথে আষ্টেপৃষ্ঠে
প্রতিটা গল্প কিংবা কবিতায়।

গল্প বলতে গেলেই ঝমঝমিয়ে বুকের মাঝে নূপুর বাজে তোর
আমি আর গল্পই বলব না;
তার চেয়ে আমার কবিতাই ভালো
তো'তে জড়িয়ে থেকে,
আষ্টেপৃষ্ঠে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন