মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

সকাল



সকাল

- যাযাবর জীবন

তুই লেপের তলে ঘুম-স্বপ্নে
আমি ফেরিওয়ালা শীতের

সোনার চামচে তোর চায়ের টুংটাং
আমি একটি কুঁড়ি দুটি পাতার মাঠে

সবাই কি আর রূপোর পালঙ্কে ঘুমায়?
মাটিতে পাটি পাতা আমার

তুই কেবলই রমণী
আমার তৃষ্ণা নিবারণ কাঁসার গ্লাসে

ও হে সোনার কলস কাঁখের নারী
চুমু দিয়ে যা মাটির ঠোঁটে

ঘুম ভোকাট্টা তোর আগমনে
রোদের উদয় দেখি কিশোরী স্তনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন