বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

মতিভ্রম



মতিভ্রম
- যাযাবর জীবন

কেও 9 লেখে
কেও 6 দেখে,
কেও M লেখে
কেও W দেখে,
কেও স্নেহ করে
কেও প্রেম দেখে,
কারও ঝাঁ ঝাঁ রোদে দৃষ্টিভ্রম
কারও অতি সুখে মতিভ্রম,
কারও একফোঁটা বিশ্রাম রাতভর কাজের ফাঁকে
কেও দুপুর সূর্যে অলীক সব স্বপ্ন আঁকে;

বিকেলের আয়েসি চুমুকে আমি চায়ের মগ অর্ধেক খালি করি
মগের অর্ধেক ভরা দেখে মতিভ্রমের স্বপ্ন আঁকিস তুই সন্ধ্যের গোধূলিতে;

বাস্তব কাঁটায় ভরা, বড্ড কঠিন;
স্বপ্নে জীবন কাটে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন