ভালোবাসার অনুভব
- যাযাবর জীবন
কতবার চেয়েছি ছুঁয়ে দেব ঠোঁট
ছুঁয়ে দেব তোর গাল
বাড়ানো ঠোঁট প্রতীক্ষার প্রহরে
পথ চেয়ে ছিল কতকাল;
ঠোঁটে ঠোঁটে কথা বলতেই চুমু
মাখানো আদর গালে
কি এক শিহরণ দেখেছি তোর চোখে
হয়েছিলি রক্তিম লজ্জার লালে;
চুমুতে ভালোবাসা ছিল কি সেদিন?
নাকি শুধুই ঠোঁটে ঠোঁট
তবুও এখনো ঠোঁট চাটলেই কেন
ভিজে ওঠে দুটি চোখ;
দোষ হয় না চুমুর, দোষ হয় না ঠোঁটের
স্পর্শ তো শুধুই অনুভব
ক্ষরণেই বেঁচে থাকে ভালোবাসা
ভালোবাসা মানেই তো অনুভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন