শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

ফেরা



ফেরা
- যাযাবর জীবন

ফিরতে চাইলেই ফেরা যায় না
ফিরতে চাইলেও ফেরা হয় না,
তারচেয়ে জীবন যেখানে যেমন;
মাঝে মাঝে একটু পেছনে তাকিয়ে দেখা
টুকরো স্মৃতিগুলোর জাবর কাটা
আর অনুভবে কিছু আনন্দ, কিছু ব্যথা;
তারপর আবার নতুন বাস্তবতা
নতুন জীবনের নতুন গাঁথা;

অতীতে ফেরা যায় না
ফিরতে চাইলেও ফেরা হয় না।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন