শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

ভালোবাসার মন্ত্রজপ



ভালোবাসার মন্ত্রজপ
- যাযাবর জীবন

ভালোবাসি ভালোবাসি
মন্ত্রজপ মুখে মুখে
ভালোবাসি ভালোবাসি
Obsession মনে মনে,
এতে ভালোবাসা হয়?
শুধু শুধুই কালক্ষেপণ
সময় ক্ষয়;

কখনো বলিনি তাকে মুখ ফুটে
সেও বলেনি কখনো ভালোবাসে,
ভালোবাসা মনে মনে
অনুভূতি অনুভবে
দুজনার দুজনে;
পরশু
কাল
আজ
প্রতিদিন প্রতিক্ষণে,

ভালোবাসার মন্ত্র-ধ্বনি মুখে না জপে
কত যুগ পারি দিয়েছি আমরা, বলতে পারিস?
ভালোবেসে আর ভালোবেসে আর ভালোবেসে;
শুধুই ভালোবেসে।




বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

অবোধ্য সংসার



অবোধ্য সংসার
- যাযাবর জীবন

খুঁটিনাটি আড়িআড়ি
ঠনঠন হাঁড়িকুঁড়ি
ঝনঝন থালা বাসন
নিত্য সংসার কথন;

হাসি আমি
খুশি তুই
দাঁত দেখ ওদের ঐ
পরনে সকলের রঙিন বসন
সেলফি নামক ফেসবুক কথন;

ভালো করে চোখ দেখ
অনুভূতি এক এক
তোর চোখে হতাশা
আমারটা নিরাশা
কারো চোখ ঢুলুঢুলু
কান্না কারো চোখে
কেও ঘুমে স্বপ্ন আঁকে
বাকিরা ফেসবুকে
এ কেমন জীবন?

সংসার সবাই করে
নিত্য ভাঙন ঘরে ঘরে
খুঁটিনাটি হাঁড়িকুঁড়ি
সম্পর্ক ঝনঝন
অবোধ্য আজকালকার
অশান্তির কারণ
ওপর ওপর মিলমিশ
দুজন মনেতে বিষ
এক বিছানা দু-কাত
ফেসবুকে সারারাত,
তোর
আমার
তার
ভার্চুয়াল কথন;
তোর
আমার
তার
সভ্যতার পরাকাষ্ঠার
প্রাত্যহিক সংসার জীবন।






মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

মন হারানো



মন হারানো
- যাযাবর জীবন

যদি কখনো মন হারিয়ে যায়
ঠিক চলে যাবো তোর কাছে
একলা পথে
হেঁটে হেঁটে
তোকে আপন ভেবে,

সেদিন কিন্তু ফিরিয়ে দিস না আমায়
পর ভেবে;

ফিরিয়ে দিলে মাটি হব
মাটির ঘরে।



রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

একলা পাখি অন্যরকম



একলা পাখি অন্যরকম
- যাযাবর জীবন

জোড়ায় জোড়ায় পাখির বাস
পাখি সমাজে পাখির ঝাঁক
ঝাঁকের মাঝে একলা পাখি
একা ওড়ে একা ঘুরে
অন্যরকম অন্যরকম
ঠিক যেন
আমার মতন;

মানুষ সমাজ অন্যরকম
যায় না বোঝা কে কার আপন
জোড়ায় জোড়ায় সংসার
আর নয়তো কে বা কার,
সমাজে থেকেও একলা মানুষ
ইচ্ছে খুশি ইচ্ছে মতন
সবাই দেখে অন্যরকম
আমার মতন
আমার মতন;

অন্য-চোখে সবাই দেখে
পাগল ডাকে দূরের থেকে
শিউরে উঠি ঘৃণা দেখে
ওদের চোখে
ওদের চোখে,

কাছের মানুষ আদর করে
কাছে ডাকে ভালোবাসে
আমি বুঝি,
আমি বুঝি ওদের অনুভব ঠিক;

ওরা আমার নাম দিয়েছে অটিস্টিক।






হৃদয়ে লাগাম



হৃদয়ে লাগাম
- যাযাবর জীবন

আমি তোকে যতই ভালোবাসি না কেন
তুই অন্য কারো,
তুই আমায় যতই ভালোবাসিস না কেন
আমি অন্য কারো;

তবুও দূর থেকে মিছেমিছি অনুভব
দুজনার,

মনে কি আর তালা দেয়া যায়?
না লাগাম পরানো যায় ভালোবাসায়?



সহজ সমীকরণ


সহজ সমীকরণ
- যাযাবর জীবন

তোর সবটাতেই বেশি বেশি
একটু? নাহ, অনেক বেশি;

তোর ফলোয়ার প্রায় ত্রিশ হাজার ছাড়িয়েছে
বন্ধু হাজার তিনেক
প্রেমিক! তাও তো শ তিনেক হবেই,
ম্যানেজ করিস কিভাবে?

আমার শুধু তো'তেই চলে,
তো'তেই শুরু
তো'তেই সমাপ্তি;

একজন'কে দিয়েই তো পার হয়ে গেলো পুরো একটা জীবন
আমার ভালোবাসার সহজ সমীকরণ।


আড়াল



আড়াল
- যাযাবর জীবন

তোর ভালোবাসা একটুও কি কমেছে?
নাকি চাপা পড়ে গেছে ঘৃণা বেড়ে বেড়ে?
আড়াল করে ঘৃণার চাদরে
সূর্য যেমন আড়াল রাতে চাঁদের ওপারে;

আমি কি ভালোবাসি তোকে?
উত্তরটা থাকুক না মনের আড়ালে।

শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

পোড়া রাত



পোড়া রাত
- যাযাবর জীবন

রাতের ঘুম পুড়ে ছাই তোর দুচোখে চেয়ে
চাঁদনি পুড়ে কালো অমাবস্যা রাতে,
চাঁদের সাথে প্রেম করে করে
অনেক হয়েছি ক্লান্ত;

এবার আমায় কিছু ঘুম ধার দে তোর চোখ থেকে
নয়তো আমায় ডুবিয়ে নে তোতে।

কি আসে যায়?



কি আসে যায়?
- যাযাবর জীবন

গোলাপের সুগন্ধে মন মাতোয়ারা
ক্ষতবিক্ষত হাতের দিকে কে তাকায়?

সুন্দরীর প্রেমে প্রাণ মাতোয়ারা
ক্ষরণে কি আসে যায়?


বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

প্রেমী পুরুষ




প্রেমী পুরুষ
- যাযাবর জীবন

কামে নারী দেহে বীজ বপন
প্রেমে স্ত্রী সন্তান, দায়িত্ব গ্রহণ;
হে পুরুষ, প্রেমী হ।




হাহাকার



হাহাকার
- যাযাবর জীবন

আজকাল ঘুম স্বপ্নে বসিস না এসে চোখে
পরিস না লুটিয়ে বুকের পরে;
তবুও চোখ খুললেই ভুগি
"তুই" নামক হাহাকারে............


নতুন ক্ষত



নতুন ক্ষত
- যাযাবর জীবন

কখনো কখনো পুরনো ভালোবাসা নতুন ক্ষত তৈরি করে;

তুই জানিস না
আমার ঘরে তোর উঁকি আমায় পাগল করে,

ভালোই তো ছিলি অন্ধকারে
আমায় অন্ধ করে,

কেন আবার আড়াল তুললি
চাঁদনি হয়ে......

চুমুর অভিমান



চুমুর অভিমান
- যাযাবর জীবন

চুমুর ঠোঁটে অভিমান
সূর্য দিয়েছে আড়ি
কান্না জমা চোখ দেখে
ভালোবাসার বাড়ি।




প্রথম থেকে আজ অবধি



প্রথম থেকে আজ অবধি
- যাযাবর জীবন

পাখিই তো ওড়ে, ডানা আছে যতক্ষণ
তারপর এদিক ওদিক কিছু ছেঁড়া পালক,
মানুষই ভালোবাসে
তারপর বুকের খাঁচায় দহনের পোড়া দাগ;

ভালোবাসার ডানা ঝাপটায় বুকের খাঁচায় মনপাখি
টুকরো টুকরো প্রেমের গড়ে সমাধি;

তবুও তোকেই বড্ড ভালোবাসি
প্রথম থেকে আজ অবধি।



পাথর



পাথর
- যাযাবর জীবন

মেঘলা সকাল
টিপ টিপ অশ্রু ঝাড়াচ্ছে আকাশ
তোর স্পর্শের জন্য আমি কাতর;

আর তুই?
অনুভূতিহীন পাথর......

নিস্তব্ধ ইচ্ছে



নিস্তব্ধ ইচ্ছে
- যাযাবর জীবন

তোমাদের কান শুধু সেটুকুই শুনতে চায়
যেটুকু আছে তোমাদের মুখে
তোমাদের মন সেটুকুই গ্রহণ করতে পারে
যেটুকু আছে তোমাদের মনে;

আমার চাওয়া কিংবা বলাতে তোমাদের কি আসে যায়?
আমি নিস্তব্ধ হয়ে গেছি বুঝে;

এখন শুধু আমার কান খোলা।

মেঘ বৃষ্টি রোদ




মেঘ বৃষ্টি রোদ
- যাযাবর জীবন

যতক্ষণ তুই ততক্ষণই রোদ
তারপর মেঘলা কিংবা রাত্রি;

আমি'তো সেই কবে থেকেই অন্ধকার
তোকে ছাড়া;

ভালোবাসলে বুঝি বৃষ্টি আপন হয়?
আকাশ ও চোখে;

তুই আমার কান্না।




ভালোবাসার পাখি


ভালোবাসার পাখি
- যাযাবর জীবন

যেখানে আকাশ মিশে যায় সাগরে
সন্ধ্যে গোধূলিতে
নীল মিশে লালে
সেখানে তো'তে মিশতে বড্ড ইচ্ছে করে;

মেঘ কেন মিশবে কান্নায়?
কিংবা তুই আমাতে;

ভালোবাসিস আমায়?
তবে পাখি হ।






সিক্ত



সিক্ত
- যাযাবর জীবন

আর কত ভেজাবি আমাকে ভালোবাসায়?
আর কত ভিজবি তুই কান্নায়?
এবার তো আমার হ, শুধুই আমার;
জড়িয়ে জীবনে শুধুই আমায়।

অবোধ্য



অবোধ্য
- যাযাবর জীবন

প্রেম বোঝ কি?
ভালোবাসা?
কান্না?
তবে কেন কবিতা বুঝতে যাও?

হরিণ হৃদয়



হরিণ হৃদয়
- যাযাবর জীবন

সেদিনও হৃদয় ছিল হরিণ
ছুটোছুটি বনে বনে
হাসি খেলায় সবার সনে,
হঠাৎ প্রেম ছুঁয়ে দিতেই মনে বিষণ্ণতা
তারপর থেকে হরিণ একলা;
রাতের মত,
নিস্তব্ধ।




পশুবীয়



পশুবীয়
- যাযাবর জীবন

ভালো হতে চেয়েও আমার ভালো হওয়া হয় না
চক্র আমায় ভালো হতে দেয় না
খারাপ হতে গিয়েও আমার খারাপ হওয়া হয় না
চক্র আমায় খারাপ হতে দেয় না
ভালো আর খারাপের চক্র ঘোরে চক্রাকারে
চক্রাকারে আমি ঘুরি চক্রের চক্রে পরে;

মানুষ হতে হতে আমার ভাল হওয়া হয় না
পশু হতে হতেও আমার খারাপ হওয়া হয় না
পশু ও মানুষে মিলে এক পশুবীয় জীবন যাপন
জীবনের সকল সমস্যার কারণ;

পুরোপুরি পশু হতে ইচ্ছে করে একবার।





বুধবার, ২ নভেম্বর, ২০১৬

তুই হীনা এক দিন



তুই হীনা এক দিন
- যাযাবর জীবন

ভোরটা পাখিদের
ঘুম ভাঙতেই তোর ভালোবাসার কিচিমিচি,
সকালটা সূর্যের
মনের মাঝে তুই জেগে উঠিস,
দুপুরটা রোদের
দহনে পুরিয়ে মারিস,
বিকেলটা মনখারাপের
হাত বাড়ালে কোথাও তুই নেই,
রাতটা চাঁদের
আমায় জড়িয়ে থাকিস;

তুই হীনা একটি দিন হলে
বেঁচে থাকাটা অন্যরকম হতো।


সময়ের যতিচিহ্ন



সময়ের যতিচিহ্ন
- যাযাবর জীবন

সময়ের পিঠে সময় গড়ায়
কালকের গল্পেরা পুরনো হয় আজকের কবিতার পিঠে
আজকের কবিতা চেপে বসে আগামীর গল্পের ঠোঁটে;

কিছু কথা
কিছু গল্প
কিছু কবিতা
কিছু স্বপ্ন
কিছু ভালোবাসা
তোর আর আমার মনের কথা,
কোথায় দাড়ি
কোথায় কমা
কোথায় থামতে হবে
কেও জানে না,
আজকের হাসি
কালকের বেদনা
পরশু কি হবে
কেও জানে না;
আজ তুই
আজ আমি
কিছু ভাঙা স্বপ্ন
আর চুরচুর অভিমান
এই তো আমাদের ভালোবাসার পরিণাম;

জীবনটা এমন কেন?
উঁচুনিচু
পাহাড় সাগর;
সমতলের ভালোবাসা কখনো আকাশে ওড়ে
কখনো ডুবে যায় অন্ধকারে;

আমিও ভালোবাসি
তুইও ভালোবাসিস
সময় যতিচিহ্ন টেনে দিয়েছে আমাদের মাঝে।




সত্ত্বা



সত্ত্বা
- যাযাবর জীবন


প্রথম সত্ত্বায় -
ঘুম ঘুম চোখে
তোকে দেখি স্বপ্নে স্বপ্নে
ঘুম ঘুম চোখে
তোর ভালোবাসার আবেশে;
ঘুম ঘুম চোখে
ঘুম ঘুম চোখে;

দ্বিতীয় সত্ত্বায় -
নির্ঘুম চোখে
রাতের নিস্তব্ধতায় তোর ভালোবাসার শব্দ শুনি
নির্ঘুম চোখে
ভেড়ার লোম খুঁটে খুঁটে তোর ভালোবাসা গুনি;
নির্ঘুম চোখে
নির্ঘুম চোখে।

সকল সত্ত্বায়
তোকে ভালোবাসি
তোকেই ভালোবাসি।





মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

অন্ধকারের তারা



অন্ধকারের তারা
- যাযাবর জীবন

কালো সেজেছে রাতটা
প্রসারিত অন্ধকারের ডানা,
মনের ছায়ায় তুই আর আমি
কিছু অনুভূতি
কিছু অনুভব
কিছু সুখ দুঃখ বেদনা
আর আমাদের মাঝে
ভালোবাসা সবচেয়ে দামী;

চেয়ে দেখ চারিদিকে স্বপ্ন সাজানো
শুধু চোখ বন্ধের অবসর
তুই আমি এখনো কাছাকাছি
শুধু সময় হয়েছে পর;

বুকে কান পেতে দেখ
প্রতি ধুকপুকে তুই তুই ধ্বনি
এই যাহ্‌,
স্বপ্নটা ভেঙে গেল ঝনঝন
তুই আকাশে
তাই একা একা তারা গুনি।